*******★--*****★******★******


এইবারে তুই কর না রে ভাই বকবকানি বন্ধ
মন্দ কিসে দেখলি তাতে থাকলে ফুলে গন্ধ!
থাকবে ফুলে পাপড়ি রঙিণ, বোঁটা-কাঁটা তায়
আসবে ভ্রমর, বসবে অলি, দুলিয়ে যাবে বায়।
ছিঁড়লি কেন হতভাগা, বেশ তো ছিল গাছে
পাপড়ি ছিঁড়ে কুটি-কুটি, এর কি মানে আছে?
কি বলেছিস!  পথের পাশে কূঁড়িয়ে পেলি, তাই
গন্ধ শুঁকে করলি শুরু কি যে মাথা-মুন্ডু-ছাই!
ঢের হয়েছে বিদ্যে-বড়াই, এসব কি তুই মেখে
যন্ত্র দিয়ে করিস্ পরখ কাঁচের উপর রেখে!
চিমটে-ডগায় আনিস্ তুলে, কুঁচকে ভুরু দেখিস্?
হিজি-বিজি হাজার কথা কাগজ ভরে লেখিস্!
দেখলে 'পরে পায় যে হাসি তোর এতসব কান্ড
আরশোলা শুড়-ব্যঙের মাথা, কেঁচোয় ভরা ভান্ড
আজ মনে হয় তোর মাথাটাই দেখি পরখ করে
আজগুবি সব খেয়াল এসব রাখলি কোথায় ভরে
বোতল ভরে রাখলি কি সব? আতর নাকি? দেখি?
ডিমের পঁচা গন্ধ বেরুয়, ওয়াক্ -থু..একি!
মুচকি হেসে রইলি বসে, হলো কি ফুল দেখা?
কি লিখেছিস্? কাগজের ফুল! মিষ্টি সুবাস মাখা?