পায়ে আলতা, মুখে কুঙ্কুম, চুলে রঙিণ ফিতে
গলির মোড়ে দাঁড়িয়ে আছে মন বাগিয়ে নিতে
হর্ষ নিতে ছূঁয়ে-ছেনে
নিচ্ছে যে কেউ হাতটি টেনে
অল্প দামে সঙ্গ কেনা, কেনা একটি রাত
সাঙ্গ হবে চুক্তি-দেনা, মুক্তি দেবে প্রাত
অধর ছোঁয়া লাল ও-গাল
নেশায় ডুবে মন মাতাল
তপ্ত নিঃশ্বাস ত্যাজবে ও বুক নব পুলক রাগে
বিভোল ভ্রমর বিলোল হবে রাঙ্গা কুসুম-বাগে
বুকের পাঁজর ভেদ করে
আদর দিবে হাত ভরে
ঢালবে সুধা পাত্র ভরে শূণ্য করে সাকী
পাওয়ার হিসেব পূর্ণ হবে রবে না আর বাকী
দেখবে সবাই হাসির ঢেউ
মনটা তার দেখবেনা কেউ
কিসের অভাব করছে তাড়া এমন আঁধার পথে
কিসের নেশায় আলো ছেড়ে নিকষ গহীণ রাতে
নেই জানা নেই পরিচয়
চলবে তবু তার অভিনয়
নিয়তি তার এমনই হয়, সে যে বারাঙ্গনা
এমন করেই নিত্য দিনই শুধছে পেটের দেনা।।