অবহেলা করো আমায়, যতো পারো
তোমার অবাঞ্ছিত অবহেলা হবে মুক্তামালা
তোমার ঘৃণা মেজাজে দিয়েছে জ্যোতি
ভ্রু-ক্ষেপের পাষাণে গড়েছি স্বপ্ন ইমারত
তোমার অবহেলা হৃদয়ে জ্বেলেছে আগুন
যে আগুনে সোনা পুড়ে পুড়ে খাঁটি হয়।


আমায় অভিশাপ দাও, বিরহ দাও যতো পারো
ভালবাসা নিয়ে অমূলক ছলনা করো আরো
বিদীর্ণ করো অন্তর কটাক্ষের নিপুনতায়
বিষিয়ে উঠুক বুক বিষন্নতায়..
হৃৎপিন্ড জুড়ে হোক আরো ক্ষরণ ক্ষত..
তোমার বিমুখতা করেছে আমায় প্রশস্ত
তোমার মহিমায় পেয়েছি একাকিত্বের ব্যঞ্জনা
হৃদয়-জখম ক্ষরিত শোনিতের প্রতি ফোঁটা
হয়েছে আমার এক-একটি কবিতা।।


বিঃদ্রঃ  এক এক করে ১৫০ তম!! আমি নিজেই অবাক!!!