সবাই বলে লোকটা ভীষণ ভালো ছিল আহা রে!
সারাটা দিন থাকতো খুশি নানান কথার বাহারে
হঠাৎ কেমন চুপসে গেছেন রা'টি যায়না শোনা তার
সদাই খুশি এমনটা লোক এখন যুগে পাওয়া ভার
জনে জনে কানা-ঘুষা, মনে সবার ছওয়াল এক
উড়ো কথায় কান না দিয়ে খবরটা তার নিয়েই দেখ্!
নানান মুখের নানা মতে আসল খবর লয় কি কেউ!
ঢাকের চেয়েও 'ঢাকা-কথা'র আওয়াজ ভীষণ তোলে ঢেউ
কেউ বলে তার অতি সাধের কিছু বুঝি গেছে খোয়া
কেউবা বলে ভান এ'যে তার, কি সে এমন তুলসী- ধোয়া?
কারো মতে "শরীর খারাপ", মুখে বুঝি ঘাঁ হয়ে'চে!
সদানন্দ মুখটা নইলে এমনি কি কেউ রাখে খিঁচে?
থুড়থুড়ে এক বুড়ো এসে বলে তারে "একি ভায়া!
হঠাৎ করে মুখে তোমার পড়ল এ কোন যমের ছায়া!
বল খুলে, হলোটা কি? গোমরা মুখে রইলে যে
কোন সে ব্যাপার? তোমার ভাষা এমন করে রুখল কে?"
গাল বেয়ে তার গড়ায় পানি, ধীরে বলে -"দানব-রাজা
ঘুমে এসে শাসিয়ে গেছে, বললেই কথা দেবেন সাজা।।