কাব্য নিয়ে ভাবছি শুধু
ভাবনা নিয়ে কাব্য কই!
বোধ-অবোধের তলায় পিষে
চিড়ে-চ্যাপ্টা হচ্ছি বৈ!
মগজ খুঁড়ে শব্দ খুঁজে
আজো অব্দি হাত ফাঁকা
যতই ঠেলি সমুখ পানে
পিছেই ফিরে জ্ঞান-চাকা
যতন সহ বপন করে
শিকড়ে যার ঢালি জল
মিষ্টি-ফলা কাব্য বৃক্ষে
ক্রমেই পাকে বিষের ফল
বৃথা শ্রমে কেবল ভ্রমে
আঁধার পথে খুঁজি ঘর
দৈবক্রমে মিলে যদি
পথচলা হয় শাপে-বর।।