তুমি আসবে বলে নিয়মের আগল ভেঙ্গে
আরো একবার ভাসাবে বলে কথার স্রোতে
শ্রাবনের একরাত নিথর আঁধারী গায়ে মেখে
অপেক্ষায় থেকে থেকে-
ভোরের আলোয় শেষে মুছে গেছে।


অপেক্ষায় থেকে থেকে-
সপ্তর্ষি চোখ জ্বালা করে নিয়েছে বিদায়,
অদূরে হাস্নাহেনার ভরা যৌবন
সুবাস বিলাতে বিলাতে ক্লান্ত-প্রায়,
অপেক্ষায় থেকে থেকে-
নিশাচর ভাঙ্গা স্বরে তোলে আলোড়ন
বিশাল আকাশের নিস্তব্ধতায়।


অপেক্ষায় থেকে থেকে-
শিউলী অভিমানে লুটালো ধূলায়,
বিগত কোন রাতের স্মৃতি-মন্থনে
উদগ্রীব পিপাসিত বিরহী হিয়া
পাতা-মর্মরে চকিত হয় বারবার,
এই বুঝি নুপুরের ঝংকার বাজে
এই বুঝি তুমি এলে ফিরে।


দখিনের শীতল হাওয়া ছূঁয়ে যায়
মনে হয় এ যেন তোমার নিঃশ্বাস,
চুপিচুপি কম্পিত দু'হাতে জড়িয়ে গলা
যেন না-বলা কথাগুলো বলছো কানে।


নিশি-অপেক্ষা আর স্বপ্নের অবসানে
ফিরে এলো প্রভাতের চির-চেনা মুখ
শুধু এলেনা ফিরে তুমি..
নিয়মের জালেই রয়ে গেলে আবদ্ধ
অপেক্ষায় থেকে থেকে-
কেটে গেল আরো এক দীঘল-যামিনী।।