তোরা সব নাক ডেকে ভাই ঘুমো
মোরা ভাই না-ঘুমানোর দলে,
তোরা থাক আয়েশ-আসন জুড়ে
মোরা পিষি দুঃখের যাতাকলে।
আমরা চলি ভাই ঘাম-ঝরানো পথে
তোদের মুখে তোলতে সোনার বাটি,
কথায় তোদের মন ভুলায়ে নিজের
হেসে হেসে জীবন করি মাটি।
তোরা জানিস্ কায়দা-কানুন কতো
মোরা জানি বাঁচতে হবে শুধু,
তোরা জানিস্ মৌ-চাকে ঢিঁল ছূঁড়ে
কেমন করে পান করা যায় মধু।
মোরা যখন ভাই হুলের বিষে মরি
তোরা থাকিস্ দিবা-স্বপ্ন ঘোরে,
দুঃস্বপ্ন দেখে চেঁচাস্ যখন তোরা
বিষ ভুলে লই তোদের বুকে পুরে।
তোরা সব নাক ডেকে ভাই ঘুমো
মোরা ভাই না ঘুমানোর দলে,
তোরা থাক্ শীতল আমেজ মেখে
রক্তে মোদের অাগুন-শিখা জ্বলে।।