আরব দরিয়া উঠেছে দুলিয়া, ভাসে তার উপকূল
হাওয়া বুঝি দিল সংবাদ তারে মরুতে ফুটেছে ফুল
সৌরভে ধরা হলো মাতোয়ারা
আকাশ-জমিনে পড়েছে সাড়া
ধরাতলে এলো মুর্শিদ আমার মোহাম্মদ রাসূল
রোজ হাশরের কান্ডারী এলো ত্বরাতে উম্মতী কুল।


হাবিব-এ খোদা এলো দুনিয়ায় আমিনা মায়ের ঘরে
পড়িছে দরূদ বিশ্ব-জাহান সবিনয়ে প্রাণ ভরে
এলো আলামিন, আখেরী নবী,
বে-দ্বীন দূর্গে -------- দ্বীনের রবি
শান্তি-করবী ফোটাতে এলো মানবের ছায়া ধরে
আলোক উজাল রোশনী ছড়াতে নিকষ অন্ধকারে।


খেঁজুর শাখায় দোল খেয়ে যায় মরুর উতল বায়
সোনালী ঊষার লেগেছে ঝিলিক শক্ত পাথর গায়
গাহে বুলবুল গলা ছেড়ে গান
খুশি খুশি রবে মেতেছে জাহান
আরবের প্রাণ উঠেছে ভরিয়া পান পেয়ে পেয়ালায়
তাপিত আকাশ ছড়ালো কিরণ মধুর স্নিগ্ধতায়।


খুশির ডঙ্কা বাজিলো সুরে ফেরেশতাদের দলে
সালাম জানাতে ছুটে এলো তাই মাটির এ ধরাতলে
মায়ের কোলেতে বুকের এ ধন
ছড়ালো হাসির সুখ আলোড়ণ
বেহেশত হতে এলো নিয়ামাত এ বিশ্ব নিখিলে
হতো না সৃজন ত্রি-ভূবন যে মহা-জন না সৃজিলে।।