আমার মাথায় গামছা বাঁধা- তোর পরণে শাড়ী
ক্ষেতের আ'লে বসবি তুই মুখটি করে হাড়ি
দামাল হাওয়ায় উড়বে তোর ছড়িয়ে পড়া কেশ
মুখ লুকিয়ে হাসবে ঘাস দেখে পাগলী বেশ
মাটির ঢেলা হাতে লয়ে তুই ছুঁড়বি আপন মনে
রাঙা চুড়ি উঠবে বেজে সবুজ ঘাসের বনে
মাথার গামছা ঝুলিয়ে গলে হাতের কাস্তে ফেলে
ছুটে এসে বসবো তোর আঁচল পাতা আ'লে
গাল ফুলিয়ে থাকবি চেয়ে শুণ্য আকাশ পানে
মুখর মুখে আঁটবি কুলুপ নিরব অভিমানে
দীঘল তোর চোখের দিকে তাকিয়ে একটু খানি
বলব- কে তোর পাকা ধানে হাল মেড়েছে শুনি!
ফোঁস করে তুই উঠবি রেগে, গুঁটিয়ে আঁচল খানা
চলবি ধেয়ে হনহনিয়ে, করব আমি মানা
হাত ধরে তোরে বসিয়ে কাছে চিবুক ধরে তুলে
বলব- মেঘের ছায়া কেন ওমন রাঙা ফুলে?
বলবি তুই "কেন্ এলে না কালকে নদীর ধারে?
পথ চেয়েছি কত আশায় দাঁড়িয়ে কাশের আঁড়ে
ছাই হলো মোর সকল আশা,  তোমার দেখা নাই
এবার ছাড়ো, কাজ আছে ঢের, এখন আমি যাই"
জড়িয়ে ধরে কোলের কাছে চুম্ মেখে কপোলে
বলব্ তোরে 'এমনি ভুল আর হবেনা কোনকালে
আজ বিকালে বাগান পাশে আসিস্ একটি বারে
সোনার পুতুল বউ সাজাবো মুতির গয়না-হারে'।।