আর কতকাল একলা বসে
রইবো পথ চেয়ে!
বেলা আমার তিলে তিলে
যায় যে দূরে বয়ে,
তোমার পথ চেয়ে।
হিয়ার তীরে ঢেউ খেলে যায়
দুকুল ছাপা জল,
গুমরে কাঁদে করুণ স্বরে
যৌবন-কল্লোল।
উদাসী বায় হারায় দূরে
ব্যথার গীতি গেয়ে,
আর কতকাল একলা বসে
রইবো পথ চেয়ে।।


সখা, আমার ফাগুন বনে
করছে ফাগুন খেলা,
হৃদয় পটে স্বপন এঁকে
কাটছে নিরস বেলা।
পরছে ঝরে পরাগ-রেণু
আসার আশা লয়ে,
আর কত কাল একলা থাকা
তোমার পথ চেয়ে।
সখা, আমার নিশি পোহায়
চন্দ্র ডোবে-ডোবে,
তনু সদাই রয় জেগে রয়
সুখের পরশ লোভে।
পিয়াসী মন বিষিয়ে উঠে
নয়ন জলে নেয়ে,
আর কত কাল রইবো আশায়
ব্যথার গীতি গেয়ে।।