কাঁপছি আমি? কাঁপছি কই!
মোটেই আমি কাঁপছি না,
অযথাই শীতের ভয়ে
জামার গাদা চাপছি না।
পায়ে মোজা, মাথায় টুপি
হাতে দু'খান দস্তানা,
গায়ে তিনটে মোটা কাপড়
চাদর শুধু একখানা।
কে বলে এ শীতের প্রকোপ?
কাঁপছি আমি মিথ্যা এ,
পা ঠক-ঠক, গা শির-শির
কম্প জাগে এমনিতে।
সূর্যটারে যায়না দেখা
হিম-কুয়াশায় ঢাকা দিক,
তাই বলে এ বাড়িয়ে বলা!
এক্কেবারেই নয়তো ঠিক।।