ছোট পাখি টুনটুনি
ছোট ছোট পাখা,
হলুদের সাথে ছাই
গায়ে যেন মাখা।
ডাল হতে ও-ডালে
সারাদিন ধরে,
চিপ্ চিপ্ টুন্ টুন্
নেচে গেয়ে ফিরে।
সুনিপুন বুনে বাসা
পাতা দিয়ে মোড়া,
দোল খায় মৃদু বায়ে
টোনা-টুনি জোড়া।
শাখা-পাতে ঘুরে ফিরে
ব্যস্ততা কতো,
চঞ্চল পাখা মেলে
যেন কাজ শত।
একটুও দাঁড়াবার
নাই অবসর,
ছুটোছুটি তাই তার
সারাদিন ভর।।