///\\////\\///♣\\////\\♣////\\\


যখন তরনী বেয়ে বেয়ে ক্লান্ত-শ্রান্ত
বৈঠা আর ছোঁয় না পানি
এক আকাশ দুঃসহতা,
এক নদী-জল বুকে করে কানাকানি
যখন ধুলোময় পথ হয় দীর্ঘতর
স্থবির হয়ে পড়ে সময়ের বহতা,
অধোঃক্রমে বিন্দুবৎ হয় স্বপ্নের কলেবর
মরীচিকা হয়ে সরে সরে যায় আশা-সুখ
যখন ঘোলাটে করে আগামী কষ্টের বাষ্প-রেখা
অসীমতায় পা বাড়ায় অনিবার ব্যথা
তখন মানসে উদ্ভাসিত হয় একজোড়া চোখ
খরা-বুক নিমিষেই পান করে বৃষ্টির শীতলতা।।


////\\\////♣\\////\\♣/////\\//