অফিসের এক সাহেব এসে
বলল হঠাৎ মুচকি হেসে
-বড় সাহেব নেই অফিসে
আমায় বলুন কি দরকার?


ঘন্টা দু'য়েক বসে থেকে
মেজাজখানা গেছে বেঁকে
তবু মাথা ঠান্ডা রেখে
বললাম 'নেবো সাক্ষাৎকার'।


বললে তিনি -দুঃখিত ভাই
অফিসের আইনেতে নাই
অপেক্ষাতে কেন্ অযথাই
দেখা ভুলেও করবে না স্যার।


দেখা হলেও লাভ কি আছে!
সত্যি কথা স্যারের কাছে!!
কষ্ট কেন মিছে মিছে
বলুন শুনি আছেটা কি জানার?


বললাম তারে ' তা তো নিশ্চয়,
সত্যি বলেন, নাই কোন ভয়
রাখব গোপন সব পরিচয়
ঘুষ নাকি খান? সত্যি কি তার?


-করব কি ভাই ঘুষ না খেয়ে
ঘুষখোর গেছে দেশটা ছেয়ে
চারদিকেতে পড়ছে বেয়ে
ঘুষের মধুর-ঝাঁঝাল রস।


আমিও খাই, পিয়নও খায়
না খেয়ে আর আছে উপায়!
মাতাল সবে ঘুষের নেশায়
দ্বারবান থেকে সাহেব-বস।


'আচ্ছা....
একটা কথা আমায় জানান
ঘুষের টাকা কে কত পান?
কে পায় গোলা, কে পায় কামান?
-ভাই...
আস্তে বলেন, কান যে আছে দেয়ালের।


-আমি তো ভাই চুঁনোপুঁটি
কাদার জলে লুটোপুটি
প্রাণপণে ভাই চাঁটি আঁটি
ফলতো রাঘব বোয়ালের।


'ভাবুন তো ভাই এমন রীতি
ভেস্তে গেলে নিয়ম-নীতি
ঘুষের নেশায় অন্ধ জাতি!
দেশটা শেষে ঠেকবে কোথায় গিয়ে?'


-ভাবব আমি! কোথায় সময়?
ভাবার কাজটা আমারতো নয়
কাজের ভীরে সময় পেরুয়
বেরুন তো ভাই বকবকানি নিয়ে।।