বড় বিষজ্বালা বুকে, এ কোন জন্মের অভিশাপ!
মেরেছে ছোবল আপনার পোষা সাপ
ঝাঁপিতে পুরে তারে করেছি লালন
                      বিষদাঁতে বাড়ায়েছি জোর
দংশনে আজ সে দিলো প্রতিদান
                       উগরিয়ে দিলো বিষ-লোর
বিষেরে ছাপিয়ে আজ বেড়ে উঠে ব্যথা-সন্তাপ
খেলা-হেলাতেই যার হিংস্রতা হয়নি পরিমাপ।


দিনে দিনে উঠেছিল বেড়ে মোর না-শোধরানো ভুল
আজ তাজা প্রাণ বিলিয়ে গুনি মাশুল
ভর করেছিল মনে মণির লোভ
                         দৃষ্টিতে মত্ত-লোলুপতা
হাত ফঁসকে ঝাড়ে ফণির ক্ষোভ
                         ঘরে হানে বিভৎস্যতা
শান্ত বায়ুতে উঠে উত্তাল বেদনার কলরোল
মিছে বিনয়ে তবু ঢাকি ক্ষত ছূঁড়ে মন্ত্রের ধূল।।