ইঁদুর সভায় ল্যাঁজ উঁচিয়ে
বক্তৃতা দেয় বিড়াল ভাই,
ঢের তো পেলাম মান জীবনে
এইতো অনেক, আর কি চাই!
ভক্তি করে সবাই তোরা
দূরের থেকেই সালাম দিস্,
গর্বে ভরে বুকটা আমার
জল হয়ে যায় দাঁতের বিষ।
কথা দিলাম- চাইলে তোরা
পুকুর জলে ডুব মেরে,
শুদ্ধ হবো, শোষণ ভুলে
বাঁচবো এবার গা ঝেড়ে।
স্তব্দ সকল ইঁদুরের দল
মুচকি হেসে ল্যাঁজ নাড়ে,
মনে বলে- বিড়াল ভায়া
গালগল্প আর কয় কারে!!