চোখ মেলে দেখি নতুন পৃথিবী
দেখি, তাজা বাতাসে ভরে উঠা বুক,
নব-সঞ্জীবনী পানে লকলকে প্রাণ
অদম্য সময় হয়ে আছে উন্মুখ।


মৃত্যু-ঝিমুনি ঝেড়ে খুলে গেছে
চির-বিস্ময়ের নতুনের দ্বার,
না-মেলানো যত হিসেব ভুলে
হলো জন্ম আমার পুনর্বার।


আমি পায়ে পায়ে দেখি আমার
অতুল স্বপ্নেরা খোলা হাসি হাসে,
আশার বাতিতে আলোর পালক
ঝকমকে ঊষার পূর্বাভাসে।


আমি বুকভরা অবহেলা নিয়ে
পূর্ব জীবনেরে ভুলি আর-বার,
ভুল হিসেবের যত হিসেব ভুলে
হলো জন্ম আমার পুনর্বার।।