চোখে স্বপ্ন আঁকবে বলে হাতে নিয়েছিলে রঙতুলি
আশার হাজার রঙ আর মননের খোলা প্রান্তর
কোথায় সে রঙ আজ, কোথায় সে স্বপ্ন আঁচড়?
এতদিন যা শুনালে ছিল কি তা শুধু ফাঁকা-বুলি?


আমি একাকী আঁধারে নিঃস্বতা নিয়ে বসে থাকি
দীর্ঘশ্বাসে প্রকম্পিত সময়ের ইতি রেখা খুঁজি
বুকের ক্যানভাসে আঁকা স্মৃতিরাই শুধু পুঁজি
আর সব আলো হতাশার নীল চাদরে ঢেকে রাখি।


যে হৃদয় দিয়েছিলাম আকাশের বিশালতা মেখে
যে আশা-সুখ সীমানা খুঁজে নিয়েছিল অসীমে
তারে আজ মুঠোবন্দী করে পুরেছি বিষন্ন খামে
রঙ, তুলি আজ নীরবে অসারতার গল্পই লেখে।।