দিন এসেছে সংযমের
নিয়ত দিলের এই ফেকের
পাবো কি রহম, মাগফেরাত?
হবে কি নাজাত সব পাপের?


জানা-আনজানা কত কি ভুল
মেখেছি এ দেহে পাপের ধুল,
এ বান্দার দোয়া-মোনাজাত
দরবারে তার হবে কবুল?


তোমার করুণার এ সাওম
মু'মিনে বিলায় নেকীর ওম,
ঝরে রাশি রাশি রহম সুধা
বুকে তুলে নেয় নেক-কওম।


আমি যেন প্রভু পাই অণু-তিল
সে খোশ-দলে করো সামিল,
এই রমাজান, খাস-নেয়ামত
নসীবে যেন তা হয় হাসিল।


জানি প্রভু তুমি দয়াময় অতি
করে দাও ক্ষমা ত্রুটি বিচ্যুতি,
তোমার রাহে প্রেমে-উৎসাহে
টেনে লও হে হৃদয়াধিপতি।