"এক হও, এক হও"
এটা স্লোগান না আর্তনাদ?
অস্থির আঘাতে ভেঙ্গে পরা কাঁচের টুকরো
বুকে তোলে নেয় একই প্রতিচ্ছবি
বিক্ষিপ্ত বালু রাশি জলস্রোতে
বুক চিতিয়ে গড়ে তোলে নয়াচর।



মাথার উপর
আকাশ যদিও এক
পায়ের তলে ছিন্ন ভূ-ভাগ
এক হবার আর্তনাদ কিবা স্লোগান
কমাতে চায় আকাশ-মাটির ব্যবধান।।