পাকা ধানে মাঠ ছেয়েছে, সোনা রাশি রাশি
মাঠের বুকে কে ছড়ালো বাঁকা চাঁদের হাসি!
কাঁকন পড়া কনক হাতে দস্যি গাঁয়ের মেয়ে
বিছিয়ে কি গো দিল হেথা সোনার পাটি পেয়ে!
রুনুঝুনু রূপোর নূপুর বাজে ক্ষেতের আ'লে
সোনালী শিষ দোলে যেন তারই মধুর তালে
চলতে পথে বেনীর ফিতে পড়লো কিরে খসে!
দস্যি মেয়ে পায়নি তারে অনেক খোঁজেও শেষে!
চাষার ছেলে ছড়ালো কি গামছা খানা তার!
উতল হাওয়া উড়িয়ে নিতে চাইছে বারে বার!
উদাস বাউল করলো বুঝি তার গেরুয়া দান
অবাক হয়ে আকাশ শোনে মাঠ-ফসলের গান
রোদে নাওয়া দুপুর বেলার আলোর ঝিলিমিল
খেলছে এসে ধানের ক্ষেতে, খুলছে সকল খিল
কাস্তে হাতে কিষাণ ছুটে তুলতে গোলায় ধান
বুক ভরে নেয় সোঁধা মাটির মাতাল করা ঘ্রাণ
দিবারাতির ফারাক কোথায় ব্যস্ত কাজের ভীরে
সুখের নোঙ্গর ফেলার আশ জীবন নদের তীরে
কিষানী তার বাঁশের কুলায় তোলে নতুন দিন
বুকের চাতাল আশায় ভরে ঘুচিয়ে দুখের ঋণ।।