একটি খুটি দাঁড়িয়ে আছে জলের মধ্যখানে
এদিক ওদিক দুলছে ভীষণ প্রবল স্রোতের টানে।


জোয়ার ভাটা উপড়ে নিতে করছে জোরাজুরি
আপন স্থানেই দাঁড়িয়ে খুটি দেখায় বাহাদুরি।


নুইয়ে পড়ে জলের তোড়ে ফের উঠে হয় খাড়া
নিত্য চলে গতির সাথে এমনি বোঝাপড়া।


জোয়ার ভাটার সন্ধিক্ষণে শান্ত নদীর জল
নেই যেন আর তাড়া কিছুর, নেই কোন ছলছল।


ঠায় দাঁড়িয়ে একটি খুটি জলে ফেলে ছায়া
সফেদ সারস মাথায় বসে নেয় জুড়িয়ে কায়া।


লড়াই শেষে দাঁড়িয়ে যেন যুদ্ধ জয়ী বীর
নদীর দু'পাড় জানায় সেলাম নত করে শির।