সত্য পথে চলো রে মন
সত্য পথে হবেই বিজয়
চোখের ধাঁধাঁয় পড়লে বাঁধা
কাদায় পড়ার আছে যে ভয়...


বন্ধ করে মনের তালা
দ্বন্দ্বে পড়ে অন্ধ-কালা
নিজ আমলে না হলে পার
অসার সকল ভেদ পরিচয়....


হলে লোভী পরের ধনে
খোদা পাবে না সন্ধানে
অচেতনের জ্ঞানের সিদ্ধি
মধ্য পথে বিকল তো হয়.....


দুধ ঘাঁটিলে হয় যদি ঘি
জল ঘাঁটিলে তা হবে কি!
অ-পাত্রে মিললে ফিরনী
ভোজনে মন আর কি রে রয়....


অধম বলে নানান ছলে
রঙ মিশালে স্বচ্ছ জলে
ঢাললে তা বৃক্ষের তলে
ফল কি আর সে রঙের হয়...


মরণ সদায় দেয় পাহারা
আযাযিল পেছনে খাড়া
ছয়টি রিপু করছে তাড়া
মিছের বেড়া এ বিশ্বময়....


সত্য পথে চলো রে মন
সত্য পথে হবেই বিজয়..