বাঁধ ভাঙ্গা উচ্ছাস থেমে গেছে, স্তিমিত আলোয়
কেউ কারো মুখছবি দেখছে না আর
ঘোলাটে চোখে ভেসে উঠে অস্পষ্ট ওই দূর-পথ
ঝড়-বিক্ষুব্ধ উত্তাল নদীর কিনার
মিথ্যে প্রবোধের জোয়ারে ভেসে আসা আবর্জনায়
ফেঁসে গেছে কবে কালের জাহাজ
পায় নি সাড়া তার আধোঘুমো নিশঙ্ক যাত্রীরা
ধুয়ো বিভ্রান্তিরাও কাটে নি আজ
রক্ত কণিকায় বপিত ক্ষুধার কড়কড়ে বীজ
শিকড়ে শিকড়ে করেছে আচ্ছাদন
ওরা কূঁড়ে হয়ে অবচেতনায় কাঁধে নিয়েছে
দশভুজা সর্বভূকের কু-শাসন
মিথ্যেরা ধরে আছে দিকভ্রান্ত জাহাজের হাল
পালে বসিয়েছে কীটের কামড়
ঘুমন্ত নিঃসাড় যাত্রীরা দেখে রঙিণ খোয়াব
ওইতো দেখা যায় কাঙ্খিত সুবর্ণ চর।।