আয় তোর কপালে একমুঠো রোদ দিয়ে যাই
জন্মেছিলি অন্ধরাত পেরুনু এক ভোরে
বিপন্ন-ক্ষুধা জ্বালা সওয়া এক ক্রোড়ে
রূপার বাটি কিবা সোনার চামচে মধু ছাড়াই
তোর হাড়-কঙ্কালে ভর দিয়ে চলা
তবু উৎফুল্লতা দিয়েছে আধো-বলা
ক্ষত হয়ে রয়ে গেছে সেদিনে আছড়ে পড়াটাই
তুই উঠে ফের তবু গুটি গুটি পায়ে
চেয়েছিলি দাঁড়াতে ধুলি মাখা গায়ে
তোর মোছাব ধুলি কালি আমার যে সাধ্য নাই
তবু আয়, কপালে একমুঠো রোদ দিয়ে যাই
আয় শত যন্ত্রণায়ও ভালবাসার গল্প শোনাই।।