দু’একটি ফ্লাইওভার যেন সভ্যতার ভিত্তিফলক,
অট্টালিকায় আকাশচু্ম্বি ইচ্ছা।
চৌকাঠেতে থেমে আছে আমার অচঞ্চল, উন্মনা লজ্জাবোধ।
চেয়ে আছি---
ভাণ করে কেউ কেউ চেয়ে ছিল ঐ নাবিক আলোর দিকে,
ধূসর আবাদি জমি কেবল এক প্রত্নতাত্বিক জগতের বিরহ,
ঝলমলে একটি সূর্যদুপুর পুকুরঘাটে বিচ্ছরণ,
তোমার তল্লাটে ছড়ানো শুধু বাউন্ডূলে মেঘ
আকাশে ছুড়ে দিচ্ছে আমার প্রশ্নহীন অভিমান!