এক পশলা বৃষ্টি রাতে
নি:শব্দ সুরটি কোন অচেনা রাগের মিশ্রণে
গীতিময় হয়ে উঠেছিল,  
তখন দূরের গাছেরা ছিল একেলা,
শীর্ণা নদীটি  ছিল ম্রীয়মান,
চারিপাশের কোলাহলহীন জনপদে ছিল
ব্যথিত বিষাদ, অব্যক্ত ব্যথা!
তখন বিভোল হয়ে খুঁজে ছিলাম ডুবে যাওয়া
আমার পার্থিব শব্দগুলোকে
গভীর তিতিক্ষা নিয়ে,
ঐ সব শাব্দিক গর্ভে ছিল অনেক প্রত্যাশা ও আবেগ।
তাই, নির্গম আঁধারে দাঁড়িয়ে বলেছিলাম—
এই বৃষ্টিরাত! তোমার  উজাড় করা অনুকম্পন আমাকে দাও,
তোমার সুনসান গীতিতে এনে দেবো আরও সুর,
সংগীতের আভা দিয়ে সাজিয়ে দেবো তোমার পালক
এই আলো নেভা- জলীয় নৈশ প্রহরে !