এখনও ভাবতে ভালো লাগে—  
ঘাস-বনের পাশ দিয়ে যাওয়া একটি মেঠো পথ
আমাকে  টেনে নিয়েছিল এক অপরাহ্নে,
বাড়ীটির উঠোনে, দম ভরে
নিয়েছিলাম সেদিন আন্তরিক ধানগন্ধ।


এখনও ভাবতে ভালো লাগে—  
আবোলতাবোল একটি গল্প লিখতে বসেছিলাম,
কিছু লেখা হয়েছিল প্রাচীন অক্ষরে,
সেদিন জানালাটি খোলা ছিল,
সন্ধ্যে হয়েছিল মেহগনি গাছের পাতায়,
শব্দের বিভায় আমার সাঁওতালি মানস-বনে ছিল
জীবনমুখী পরিব্যাপ্ত পূর্ণতা।


এখনও ভাবতে ভালো লাগে—  
সেই দিনগুলোতে  কী করেছি, আর কী করিনি,
এ নিয়ে ছিল না কোন  উদ্বেগ,
ছিল না কুটিল মহাকালের ভ্রুকুটি,
রাতে মেঘ-শাসিত আকাশে চাঁদ ছিল,  
তারাহীন রাতও ছিল, ছিল অন্ধকার,
এনিয়ে ভাবতাম না,


এখনও ভাবতে ভালো লাগে…।