হাজারো ভাবনার মাঝে যদি কিছু ভাবতে হয়,
তার কিছুটা তোমার জন্য রেখে যাবো,
কিছু কথা এখনও বেঁচে আছে তোমার জন্য                  
আমার হৃদয়ের আঙ্গিনার প্রেক্ষাপটে--
যদি বলো কী হবে এত ত্যাগ স্বীকারে?
জানি, আমার অসহায় বোধ কতটা গভীর,
পারবো না দিতে কোন সদুত্তর, কোন কৈফিয়তৎ--
প্রভাতের আনন্দের মত তোমার কৌতুহলভরা চোখে
কী দেখেছিাম সেদিন জানিনা –
সেখানে কি ছিল আরও কিছু যা আমি এখনও
ফিরে পেতে চাই বৃষ্টি-নেশা-ভরা সন্ধ্যাবেলায়!
না হয় হল না জানা, হল না বুঝা পরিপূর্ণ!
তবু ভালো লাগে আজও  
পাতার রঙ বদলানো, আলোময় সূর্যাস্ত।