তোমার উচ্চারিত নিগূঢ় শতশব্দের
অর্থ খুঁজে নুতন করে চিনবো তোমাকে
আবারও ভাবতে পারিনি,
শব্দমালার ক্রম বিন্যাসে তুমি উন্মোচিত ।
তুমি ভীরু, অতিশয় দীন!
একান্তই আমার এই ভালোবাসাটুকু—
তাকে আমি অনুভব করি
যেমন করে
অসংখ্য দামাল ঢেউকে আলিঙ্গন করে
একটি সমুদ্র অনায়াসে এক রাশ প্রশান্তি নিয়ে বুকে ।
যেমন করে
নীল লাগুনে অসংখ্য হাঁসের বিলম্বিত কোরাস,
আলবেট্রস এর চিত্কার ধ্বনিত হয় তীর ঘেঁসা
পাইন বৃক্ষ সারিতে,
প্রশান্ত লোনা বাতাসে ।
একটি ভালোবাসাকে আমি অনুভব করি
তোমার মুক্ত পদচারনে,
আকাশে মেঘপুঞ্জের বিচরনে-
স্বাধীন,যেখানে খুশী ।