জন্ডিসময় হলুদ আভা নিয়ে জ্যোত্স্নাটি ছড়িয়ে পড়লো
আমার  ব্যালকনির  বর্ণহীন দেয়ালে, তবুও আমার অনেক  
যত্নের   ভাললাগাকে কাছে টেনে নিয়ে বললাম, "তোমাকে ইচ্ছে হয়
আনন্দ দিতে", বাতাসে উড়ে আসা পাশের বাসার                
গন্ধময় হাস্নাহেনার স্মৃতিগুলো আলোড়িত হল ।
বহুদূরের রেলক্রসিংটা পেরিয়ে এল একটি ট্রেনের অনেকগুলি শব্দ।
এখনও শব্দগুলি এগুচ্ছে ক্রমশঃ  উৎস খুঁজে   নিতে.....
ক্রস ফায়ারে  মৃত্যুর  খোঁজে-- আকাশফাঁটা কান্নায়, আগুনের
লেলিহান উল্লাসে, বার্নইউনিটে কাতর আর্তনাদে, মৃত্যুতে!
রাত্রির এই অবরুদ্ধ শহর বিদ্যুত বিঘ্নিত।    
আমাকে লিখতে  হবে কিছু
বিচ্ছিন্ন অসমাপ্ত ইচ্ছের প্রতিশব্দ ।