তুমি বলো--
কবিতা পড়,
ওখানে খুঁজে পাবে ঝিনুকে লুকানো মহার্ঘ,
মুক্তোর মতো!
তুমি বলো--
কবিতা পড়,
আনন্দের বাণীমালা
তার সবটুকু নাও উজাড় করে ।
এঁকে রাখো ছবি,ধরে রাখো বুকে,
তুলে রাখো সব দুঃখ আর ব্যাকুলতা ।


তুমি বলো--
কবিতা লিখো,
ওখানে লুকায়ে আছে অনেক সজীবতা ।
ঝিলের নিথর ছায়ায়
পানকৌড়ি আর রাজহাঁসের
নিবিড় জলকেলি-
এক শিল্পীর চোখে
স্বর্গীয় স্নিগ্ধতা!