অনেক স্মৃতির আবর্তে আমি খুঁজে পেতে চাই
আমার  'আমি' কে --                  
একটি গল্পের সমাপ্তিতে—,
একটি নির্জন বালুকা বেলায়।
সাঁঝের আঁধারের মত আমি নই এতখানি বিধূর,ভারাক্রান্ত।
অকস্মাৎ জীবনের এক গোঁধুলিতে স্থবির আমি,
ইচ্ছে হয় মিশে যেতে আকাশ ও সাগরের উদারতায়,
প্রতিটি নক্ষত্রের নীচে আমি এখনও জেগে আছি।
রেখে যাবো পদচিহ্ন সৈকতের বালুকায়, প্রস্থরের শৈবালে।
দিনে কিংবা রাতে যদি আমাকে কেউ খোঁজ,
পাবে আমাকে ঐ আধো ভেজা,আধো সিক্ত পুলিনের
পদচিহ্নের মাঝে, ছড়িয়ে থাকা আমার সেই 'আমিকে'
খোঁজে নিও উজ্বল নক্ষত্রের আলোয়--
সে খুব দূরে নয়।