এই প্রকৃতির মাঝে আমি বড় একা,
হঠাৎ পেলাম এক বাবুই পাখির দেখা।
বাবুই পাখি তার মুখে নিয়ে তৃণ ,
বলছে মানব তুমি এইখানে কেন ?
তোমাদের বসবাস নিষ্ঠুর পল্লীতে
যেখানে সবাই শাষক, যে কোন ভাবে
শোষণ করে তার নিন্ম স্তরে।
আমারও ঘর ছিল তৈরি নিজের হাতে,
তোমাদের পল্লীর বড় তাল গাছটাতে।
নিষ্ঠুর মানব আমার বাসগৃহ সমেত,
ঐ গাছটাকে নিয়েছে কেটে।
আজ আবার ঘর বাঁধতে এসেছি
এই প্রকৃতির মাঝে নতুন করে,
এখানেও কি মানব আমায় দুঃখ দিবে।
আমিও প্রকৃতির মাঝে ভাবছি বসে,
মানুষ এত নিষ্ঠুর হতে পারে।
আমিও তাই বাবুইয়ের সুরে গাই,
প্রকৃতি হোক আমার গৃহ, প্রকৃতি হোক আমার প্রান।