বাংলাদেশে পোশাক শিল্পের বড়ই অবদান,
ওখানে হয় লক্ষ লোকের কর্মসংস্থান।
দেশের নয় নিজের স্বার্থেই হয়েছে সব কারখানা,
সংসারের খরচ যোগাতেই কাজ করে সব কর্মীরা।
সব শ্রমিককে কাজের চাপে বার ঘন্টা খাটায়,
লাভের অংশ কমে গেলেই করছে আবার ছাটাই।
বাংলাদেশে মিল কারখানার আদি-অন্ত নাই,
শ্রমিক আছে শত শত ন্যায্য মূল্য নাই।
শ্রমিকের কাজেই মালিকের মিল অনেক বড় হয়,
কজনেই বা মালিক হয়ে শ্রমিকের কথা কয়?
গার্মেন্টস শ্রমিকের নামে আছে অনেক অপবাদ,
বাঁচার তাগিদে টাকার চাপে সবি ধূলিসাৎ।
আসুন সবাই শ্রদ্ধা করি তারাও শিল্পের কর্মী,
জীবনের তরে সবাই শ্রমিক কেউ গরীব, কেউ ধনী।