মন চায় আবার ফিরে যাই পল্লীতে,
আবার প্রতিদিন সাঁতার কাটি নদীতে।
গ্রামের ধূলো গায়ে মেখে থাকি,
মাটির পরশ থাকুক আমার দেহে।
সরু পথ ধরে হেটে যাই স্কুলে,
পাড়ার সাথীরা সব একসাথে মিলে।
বর্ষায়  বৃষ্টিতে ভিজে স্কুল থেকে ফিরি,
বই রেখে চলে যাই শাপলার বিলে।
প্রতিদিন হাটি গ্রামের পথ ধরে,
খেলা করে কাটাই বিকেল সাথীদের সাথে।
গগন সন্ধ্যায় বাজাই বাঁশি,
চিরচেনা সেই গাছের ডালে বসে।
উৎসবের রাত কাটাই আবার,
বন্ধুরা সবাই একসাথে মিলে।
নতুন জীবন সাজাই  আবার,
গ্রামের মত সজীব করে।