সবুজ শ্যামল বাংলা আমার অপরুপা রুপসী,
ধন্য আমি ধন্য ওগো বাংলাতে জন্মেছি।
বাংলার বুকে বহমান নদীতে পাল উঠানো নৌকা,
গান ভেসে আসে মাঝির সুরে পুরনো স্মৃতি গাঁথা।
বাংলায় আছে রাখালের বাঁশি আর জারি সারি বাউলা।
বাংলার আছে রুপালী ইলিশ, ফসল ভরা মাঠ
ধানের শীষে ঢেউ খেলানো দেখবিরে বাংলায়।
এ দেশেই জন্মেরে ভাই বিখ্যাত সোনালী আঁশ,
দেখবিরে ভাই আরও সুন্দর যদি বাংলায় তোরা যাস।
কৃষাণীর হাতে ধানের কোলা কৃষকের মুখে হাসি,
মনটা আমার ভরে উঠে ভাই যখন বাংলার রুপ দেখি।
বাংলার আকাশে মুক্ত বাতাস পাগল করে মন,
আমি যেন ভাই বাংলাতেই মরি এটাই আমার পণ।