চল সবাই ঘুড়ি উড়াই গ্রামের খোলা মাঠে,
ঘুড়িতে লাগাই রঙিন সুতা নাটাই থাকবে হাতে।
উড়বে ঘুড়ি আকাশ পানে আরও হবে মজা!
যে ঘুড়িটা উরবে বেশী সেটাই হবে রাজা।
পাখির মত উড়বে ঘুড়ি বাতাস যতক্ষণ,
একে অন্যে  কাটাকাটি  হবেই সারাক্ষণ।
ছোট ছোট ছেলে মেয়ে হাসবে আনন্দে,
আকাশ ছুবে আমার ঘুড়ি বাতাসের ছন্দে।
এমন মজা পাব না আর শৈশব কেটে গেলে,
যখন সবাই ব্যস্ত হব আপন সংসারে।
যখন তোমায় ডাকবেনা কেউ ঘুড়ি উড়াতে,
তখন তুমি ফিরতে চাইবে আবার শৈশবে।