তারপর আর দেখা হয়নি ,
শহরের প্রতিটা কোণায়
কম দামি পৃষ্ঠার নিখোঁজ বিজ্ঞপ্তি
হাজার বছর ধরে বয়ে চলা আসক্তি ,
সব যেন অভিমান করে এঁটে আছে নোটবুকে ,
যার স্পর্শের নেশায় অঝোরে কাঁদছে ,
শেষ পাতার এলোমেলো সব পঙ্ক্তি।
অগোছালো চেনা পথ গুলো গুছিয়ে নিতে চায় মন,
কোন এক অদৃশ্য বাধা বাঁধায় বিপত্তি
আপত্তি বাধে স্বয়ং মনে,
যার নিমিত্তে এই ছুটে চলা
সে কি আমায় খোঁজে ?
একাকিত্ব আর একতরফার গাঢ়ত্ব ,
শুধু, একজনই বোঝে ।