আচ্ছা ! সে কি আজও চুলে খোপা করে ?
সকাল বেলায় উঠে কি তার আমার কথা মনে পড়ে ?
আজও কি আমার জন্য, উঠে সে খুব ভোরে ?
ভুল করে সে কি আমায় হঠাৎ করেই ফোন করে ?
আজ যখন অসুখ হয়, ঠিকমত খায় তো ওষুধ ?


নাকি আবার আমি তাকে বলব ভেবে অপেক্ষা করে খুব !
আচ্ছা! সেই মুখ-ফুলানো রাগ কি তার আজও আছে?
আজও কি আমার জন্য অফুরন্ত সময় তার কাছে ?


বিকেল শেষে সন্ধ্যা নামে, সবাই যখন বাড়ি ফিরে
তখন কি তার পথটা দেখে আমার কথা মনে পড়ে ?
নাকি আবার ভুলে গিয়ে অন্য কারো হাত ধরে ?
সেই ছেলে কি আমার মতন তাকে আজও আগলে রাখে ?
আমার মতন ভালোবেসে -
তাকে নিয়ে আকাশ বাড়ির স্বপ্ন আঁকে !


আচ্ছা ! সে কি আজও আমায় ভালোবাসে?
যেই ছেলেটার হাত ধরে নতুন পথে চলছে সে,
তার মাঝে কি কখনো “আমার স্মৃতি “ ভাসে ?
নাকি আবার এসব শুনে ,তিক্ত সুরে বলবে সে
"তোমার কথা মনে করার, সময়টা নেই যে আমার!
সময়টা নেই যে আমার..."