এই যে শুনো- বলছি তোমায়,
নাম না জানা রাজকুমারী,
তোমার জন্য হতে পারি,
একটা কবি তুমি "যার-ই"।


এই যে শুনো- বলছি তোমায়,
নাম না জানা সেই যে তুমি,
তোমার জন্য হবো আমি,
রাত্রি জাগা জয় গোস্বামী!


এই যে শুনো- বলছি তোমায়,
মেঘের দেশে যার বসবাস,
তোমার জন্য হবো আকাশ,
কিংবা জীবনানন্দ দাশ!


এই যে শুনো-বলছি তোমায়,
নাম না জানা রাজকুমারী,
তোমার জন্য বলতে পারি,
তুমি আমার,আমি "তোমার-ই"।