সেতো কাছে নেই- কতকাল -কত শতাব্দী
মনে হয় যেনো কোনো দিন আর ফিরবেনা
বলবেনা চলো যাই-আমার বুকে শুধু তুমিই চেনা।

নেই, সে-তো নেই ;
বলো কীভাবে তাঁকে ফিরাই ------।

প্রতিদিন আমিতো পুড়ে অঙ্গার হই
কালোর সাথে বসবাস-নষ্টাচরে রই
নষ্টরা এখন আমার জীবন-যাপন
হারানো সে ভালোবাসা ছাড়া
কোথাও কেউ নেই আপন।

অনুভুতিহীন কথাবিহীন একদলা মাংসপিন্ড
শুধুই আমি-
উদাস চোখের এ পড়ন্ত বেলায় -কী আছে কী হবে
জানেন অন্তর্যামী।

কীভাবে তাঁকে ফিরাই ?
কবিতা লিখে-অসুরা কন্ঠে সুর তুলে
মাতম বাতাসে খোলা হাতে দেহ খুলে
অথবা নাকি সব উল্টো কাজ করে !
কীভাবে তাঁকে ফিরাই ?

কিছুই পাইনি । না ভালোবাসা না কোন ভালোজীবন
না কোন রমনীর কোন সোনালী আভার দুরদান্ত ঠোঁট
চুম্বন। কিছুই না । আমি একটি পোড়া বসতি
সব কিছুতেই বিঘ্ন ঘটানোর যাপিত জীবন ----।

কীভাবে তাঁকে ফিরাই?
যদি না ফিরে সে –অগ্নিবৃত্ত করবো সারা পৃথিবী
ধুম্রতায় ভরো দিবো সুস্থ সকল কন্ঠনালী
তুলে আনবো তাকে –যে প্রেয়সী শুয়ে আছে
প্রিয়তমার কোলে।
                           রচনাকাল : ১১-০৩-২০২৩, সকাল : ৯.১৯মিনিট।