তুমি হারিয়ে গেছো!
অনেক দিন হয় তোমাকে দেখি না
কথাও হয় না অনেক দিন!
তুমি হারিয়ে গেছো সেই কবে!


সন্ধ্যার ওই টুকটুকে লাল সূর্যটার মতো
টুপ করে তুমিও একদিন হারিয়ে গেলে!
কিছু না বলেই!


সূর্য তো তাও ধীরে ধীরে তার প্রখরতা কমিয়ে আনে,
লাল বর্ণ ধারণ করা তেজোদ্দীপ্ত হলুদ সূর্যটার
ধীরে ধীরে আলোর তীব্রতাও কমে যায় অনেকখানি!  
খুব বোঝা যায় তার চলে যাওয়ার সময় হয়ে এসেছে!


যেই সূর্যের দিকে তাকানো যায় না তার অত্যুজ্জল আলোর কারণে,
জোর করে তাকালেও দৃষ্টিকে ঝলসে দেয় যেই আলো,
চোখ, নাক-মুখ কুঁচকে যেই আলোর দিকে বিদ্রোহ করলে -
দপদপ করে লাফাতে থাকে চোখের শিরা-উপশিরাগুলো!
দিনশেষে সেই সূর্যের আলোটাও ম্লান হয়ে যায় একদম!
হাসিমুখে বিদায় জানানো যায় সেই সূর্যটাকেও!


কিন্তু তোমাকে বিদায় জানালাম কই!
কেউ আচমকা এভাবে হারিয়ে গেলে তাকে বিদায় জানায় -ই- বা কিভাবে!


দিনশেষে ডুবে যাওয়া সূর্য প্রতিদিনের মতোই নতুন নতুন আশা ও স্বপ্ন নিয়ে উদিত ওই পুব আকাশে!


কিন্তু তুমি!
সেই যে গেলে ;
আর ফিরে এলে না!!!  
বড় নিষ্ঠুর!
বড় নিষ্ঠুর!


             ______♦______


রচনাঃ- ২ / ৩ / ২০২৩ ইং
মেরুল বাড্ডা, ঢাকা।