নেতা মোদের করছে ওয়াদা,
জনে জনে দিবে টাকা।
কিন্তু নেতা অনেক চালু,
দুইটা করে দিছে আলু।
দিছে আরও পেয়াজ-নুন,
গাও সবে গাও নেতার গুণ।


ত্রাণ নিতে ওই এলেন দাদা,
লাগা সবাই হাত লাগা।
ধরবি পুঁটলি দশজন,
নেবে কিন্তু একজন।
দাদা তুমি হাসো এখন,
নেতা করবে ফটোসেশন।


'দায়' থেকে হন খালাস বে-কসুর,
তোলেন নেতা তৃপ্তি-ঢেঁকুর।
এমনে চুরি হচ্ছে পুকুর,
জনগণ সব করছে সবুর।


এভাবেই সব নেতাগণে পার পেয়ে যান,
না খেয়ে সব মরছে মানুষ ওষ্ঠাগত প্রাণ!
সকল নেতার সকল কাজই এমন "দায়সারা"
আমজনতা নাই ক্ষমতা খাবেই ওরা "মারা"!


কিছু বললেই ঠাস ঠাস,
আর কত চাস? আর কত খাস?
'ফকিরের' মত শুধু হাত বাড়াস,
ত্রাণ নয়, এবার দেব বাঁশ!


             __♦__


৩০ / ৪ / ২০২০ ইং।
বৃহস্পতিবার।
মেরুল বাড্ডা, ঢাকা।