আমার কেবল ইচ্ছে করে
এই পৃথিবী ঘুরতে,
পাখপাখালির দলে মিশে
ওদের খেলায় জুড়তে।


ইচ্ছে করে ভেসে বেড়াই
নদীর মাছের সঙ্গে,
খুব মনে চায় আকাশ সাজাই
রংধনুর ওই রঙ্গে।


আকাশ গাঙে ভাসে যেথা
শুভ্র মেঘের ভেলা,
ইচ্ছে করে সেই মেঘেদের
সঙ্গে কাটাই বেলা।


ইচ্ছে করে মেঘ পরীদের
সঙ্গে সদা থাকি,
মেঘের ভেলায় ভেসে ভেসে
চাঁদ বুড়িকে ডাকি।


এই হৃদয়ে ইচ্ছে জাগে
এমন অনেক কিছু,
আকাশ-কুসুম কল্পনারা
ছাড়ে না তো পিছু!


               ______♦______


স্বরবৃত্ত ছন্দঃ- ৪+৪+৪+২


রচনাঃ- ২৯ / ৯ / ২০২৩ ইং, শুক্রবার সন্ধ্যাঃ- ৭:০৮ মিনিট।
মেরুল বাড্ডা, ঢাকা।