আমাজনের ওই সে বনে ইচ্ছে ছিলো ঘুরবো,
পশ্চিম থেকে শুরু করে উত্তর দক্ষিণ পূর্ব।
কিন্তু বনটা ভয়ংকর খুব,
পদে পদে বিপদের ডুব।
কে জানে হায় কোথায় কোথায় বিপদে ওঁৎ পাতে,
হয়তো বুঝি নিজেই নিজের বিপদ টানছি হাতে।


মাংসখেকো আদিবাসী সেথায় বসত করে,
মানুষেরই মাথার খুলি ঝুলে তাদের ঘরে!
মাথায় তাদের রক্তের নেশা,
খুন করাটাই তাদের পেশা।
মানুষ মেরে খুব আনন্দে করে তারা ভোজন,
শিক্ষা-দীক্ষার থেকে তারা দূরে যোজন যোজন।


এই সভ্যতার সাথে তাদের নেই যোগাযোগ কোনো,
খুব সাহসী হিংস্র বর্বর কিচ্ছা তাদের শোনো।
পশুর চামড়ায় গায়ের বস্ত্র,
হাড়-গোড় দিয়ে বানায় অস্ত্র।
আমাজনের গভীর বনের আদিবাসী তারা,
সভ্যতা নাই, শিক্ষাও নাই, ওরা দীক্ষা হারা।


আমাজনের অ্যানাকোন্ডা খুব বিষাক্ত তার বিষ,
লেজ পেঁচিয়ে ফণা তোলে কেমন করে হিসহিস।
আরও আছে লাল চোখা ব্যাঙ,
ভয়ংকর সব প্রাণীদের গ্যাঙ।
বিষাক্ত ডার্ট ফ্রগ, পিরানহা, বৈদ্যুতিক ইল, বানর,
আরও আছে উভয় জলের খুব ভয়ংকর হাঙর।


ব্রাজিল, পেরু, ইকুয়েডর, বলিভিয়া সহ,
আরও পাঁচটি দেশ সীমানা আমাজনে লহ।
সর্বমোট এই নয়টি দেশে,
আমাজন রয় বীরের বেশে।
খুব ভূতুড়ে আর ভয়ানক এই আমাজন জঙ্গল,
চৌকস গাইড ছাড়া কারও ভ্রমণে নাই মঙ্গল।


             _____♦_____


স্বরবৃত্ত ছন্দঃ-
৪+৪+৪+২
৪+৪
৪+৪+৪+২


রচনাঃ- ২৮ / ৯ / ২০২৩ ইং, বৃহস্পতিবার।
মেরুল বাড্ডা, ঢাকা।