এই হৃদয়ে কত কথা
সুপ্ত মনে হাজার ব্যথা
কাহার সনে বলবো খুঁজি তারে,
ব্যস্ত সময় কাটায় সবাই
শোনার ফুরসত কারোই তো নাই
ব্যর্থ মনে ফিরি প্রতি বারে।।


দিনে রাতে ব্যস্ত কর্মে
হৃদয়খানি পাষাণ বর্মে
রেখেছো হায় অতি যত্নে তুলে,
এইভাবে কি চললে হবে
এইভাবে আর কদিন রবে
খোশ আলাপন গেছোই তুমি ভুলে।।


ব্যস্ততার এই শহরে আজ
কর্মই কেবল করে যায় রাজ
খোশ আলাপের সময় নাই রে আজি,
খুশিগুলো গেছে মরে
যন্ত্রেরাই সব সামলে ধরে
ইচ্ছে করেই ব্যস্ত এখন সাজি।।


             _____♦_____


স্বরবৃত্ত ছন্দ ৪+৪+৪+৪+৪+৪+২


রচনাঃ- ৯ / ৮ / ২০২১ ইং
মেরুল বাড্ডা, ঢাকা।