গুনাহ্ যতই হোক না ছোট
করবো না আর কভু,
নেকি যতই হোক ছোট হোক
ছাড়বো না'রে তবু।


তুচ্ছ পাপও হয় যথেষ্ট
ধ্বংস হওয়ার জন্য,
কেউ তো আবার ক্ষুদ্র নেকেও
যায় হয়ে যায় ধন্য।


ছোট্ট ফুটোও শূন্য করে
টাঙ্কি ভরা পানি,
অনেক সময় ছোট্ট রোগও
ঘটায় প্রাণের হানি।


তাই বলি ভাই এসো সবাই
পূণ্যেতে হই রত,
ছোট বড়ো সবই করি
আছে নেকি যত।


ক্ষুদ্র বৃহৎ গুণাহ্ যত
এসো সবাই ছাড়ি,
পাপের পথে না চলে ওই
ইবলিসে দেই আড়ি।


                _____♦️_____


রচনাঃ- ২৬ / ৮ / ২০২৩ ইং,শনিবার বিকেল- ৫:৫০ pm
মেরুল বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।