দাদা নানার ভালোবাসা মিষ্টিমাখা আদর,
তুলনা তার হয় না কভু যেনো মায়ার চাদর।
আদর মায়া ভালোবাসা
দিয়ে মনে জাগায় আশা
প্রয়োজনে করেন তাঁরা মিষ্টিমাখা শাসন,
হৃদয় জুড়ে তাদের তরে আছে ভিন্ন আসন।


পৃথিবীতে দাদা দাদু থাকুক সংখ্যায় যতো,
নেই কেউই নেই গুণে মানে আমার দাদুর মতো।
নামটি ধরে ডাকে যখন,
ছুটে যাই তার কাছে তখন।
সুন্দর একটি হাসি দিয়ে কথা বলে দাদু,
মনে হয় যে তাঁর কথাতে আছে কী এক জাদু!


নানার কথা বলতে কাউকে নেই তো কোনো মানা,
আমার দেখা এই পৃথিবীর তিনিই শ্রেষ্ঠ নানা।
বাবরী চুল আর শুভ্র দাঁড়ি
বয়স দিলেন সত্তর পারি।
হাসি-মুখে বলেন কথা মিষ্টি মাখা ভাষা,
নাতী নাতনী সকলেরে বিলান ভালোবাসা।


দাদা নানার ভালোবাসা ভিন্ন মায়ায় গড়া,
আকাশছোঁয়া এই মায়াটা যায় না কভু ধরা।
দাদা নানার নাই তুলনা,
তাদের মায়া ভাই ভুলো না।
দু'হাত তুলে করবে দুয়া তাঁদের মৃত্যুর পরে,
আল্লাহ্ যেনো তাদের রাখেন জান্নাতেরই ঘরে।


           _____♦_____


স্বরবৃত্ত ছন্দঃ-
৪+৪+৪+২
৪+৪
৪+৪+৪+২


রচনাঃ-
২৮ / ৯ / ২০২৩ ইং, বৃহস্পতিবার,
মেরুল বাড্ডা, ঢাকা।