প্রতিদিনই বেড়ে চলছে
নিত্য পন্যের দাম,
মধ্যবিত্তের নাভিশ্বাসে
ঝরছে দ্বিগুণ ঘাম।


দ্রব্যমূল্য বাড়ে শুধু
বাড়ে না তো আয়,
দিশেহারা মানুষ এখন
বলো কোথায় যায়?  


আয় বাড়ে না দিনে দিনে
বাড়ে শুধু ব্যয়,
কেউ কি জানো? গরীব মানুষ
ক্যামনে সামাল দেয়?


অর্ধাহারে অনাহারে
কাটে কারও রাত,
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি
মাথায় পরে হাত।


দ্রব্যমূল্যের এই গতিটা
থামবে না কি আর,
বলার কোনো ভাষা নাই রে
মন পোড়ে ছার'খার।


             ____♦️____


রচনাঃ- ১ / ৯ / ২০২৩ ইং, শুক্রবার।
মেরুল বাড্ডা, ঢাকা।